| বয়স যখন সংখ্যা মাত্র - Aishwarya | | আত্মজ - june |
বয়স যখন সংখ্যা মাত্র :
বয়স বাড়ার সাথে সাথে মনে করা হয় কাজের সুযোগ বুঝি কমে গেলো। তাই ছোট থেকেই ঠিক করে দেওয়া হয় তিরিশের মধ্যে চাকরি না পেলে জীবনটা বৃথা। কিংবা ছোট থেকে কোনো বিষয়ে ছাপ না ফেলতে পারলে , তিরিশের পর আর কিছুই করা সম্ভব নয়। কিন্তু পৃথিবীর বেশ কিছু খ্যাতিমান মানুষের ইতিহাস অন্য কথা বলছে।
মিগেল দে সেভেনটার্স - এর ' দোন কিহোতে ' উপন্যাসটি যখন বের হয় ,তখন তাঁর বয়স ষাট।
সমরেশ মজুমদার প্রথম ছোট গল্প লেখার পর তাঁকে আট বছর অপেক্ষা করতে হয়েছিল উপন্যাস লেখার সুযোগ পাওয়ার জন্য। অধৈর্য হয়ে যদি তিনি কলম সরিয়ে নিতেন ---- আজ আমরা তাহলে তাঁর কালজয়ী উপন্যাস ' কালবেলা ' , ' এতো রক্ত কেন ' , ' সিংহ বাহিনী ' -- এই গুলো পেতাম না।
চার্লস ডারউইন এর কথা ধরা যাক। তাঁর কালজয়ী লেখা ' on the origin of speices ' এর প্রকাশ কালে তাঁর বয়স হয়েছিল পঞ্চাশ।
এইরকম উদাহরণ প্রচুর আছে। এই মানুষ একটু দেরিতে সুযোগ পেয়েছে এবং সেই সুযোগের সদ্ব্যবহার করেছেন। আমাদের মধ্যে অনেকেই আছেন যারা অল্প বয়সে সুযোগ পান , তাঁদের মধ্যে কজন আমরা সেই সুযোগের সদ্ব্যবহার করতে পারি ?
কবি , সাহিত্যিক , বৈজ্ঞানিক - এঁদের ধৈর্য রাখতে হয়। দীর্ঘ সাধনার পর এইরকম প্রচুর মানুষ সাফল্য লাভ করেছেন। তাই কাজ করে যেতে হবে। হতাশায় ভুগলে চলবে না। কথায় তো আছেই , কষ্ট করলে কেষ্ট মেলে।
Comments
Post a Comment