| আপনার পোষ্যের ব্রীড সম্পর্কে কেন আগে থেকে জেনে রাখা দরকার | | bangla blog |

 





আপনার পোষ্য টি কোন ব্রীডের অন্তর্ভুক্ত জেনে রাখলে ভবিষ্যতে যে কোনো রকম রোগ বা অসুস্থতা দেখা দিলে সহজে সঠিক ট্ৰিটমেন্টের দিকে এগোনো যায়। আপনি যদি জেনে রাখেন ব্রীড সম্পর্কে তাহলে " এটা কি ব্রীড " এই প্রশ্নের উত্তর আপনি সহজে দিতে পারবেন।  


   ব্রীড আইডেন্টিফিকেশন এর মাধ্যমে  আপনার পোষ্য টির কি কি ধরণের অসুখ হতে পারে তা আপনি জানতে পারবেন। সেই ক্ষেত্রে আপনাকে কোনো একজন এক্সপার্টের সাহায্য নিতে হবে।  ধরুন , আপনার পোষ্যটি যদি Doberman Pinscher , তাহলে এরা হার্ট জনিত অসুখ এবং ঘাড় এবং মেরুদণ্ড সমস্যাতে ভুগতে পারে।  এরপর আপনি পশু চিকিৎসকের কাছ থেকে এই বিষয় গুলো নিয়ে আলোচনা করতে পারেন এবং যদি ভবিষ্যতে এই সমস্যা যদি দেখা যায় তখন কি করতে হবে - সেই পূর্ব পরিকল্পনা আগে থেকেই করতে পারেন।  




  যদি আপনি  ক্যানেল ক্লাবের বিধিবিধান অনুসারে  আপনার কুকুর কেনেন , তাহলে পরবর্তীতে 
কুকুরের রেজিস্ট্রেশন নম্বর সহ ক্লাবের সাথে যোগাযোগ করে আপনি অনলাইনে বা হার্ড কপির মাধ্যমে পেডিগ্রি সম্পর্কে জানতে পারেন।  
যদি আপনার কাছে এই তথ্য না থাকে , তাহলে যে  কোনও ক্যানেল ক্লাবের প্রাসঙ্গিক রেকর্ড থেকে আপনি তথ্য পেতে পারেন। তাদের রেকর্ডগুলির একটি অনলাইন অনুসন্ধানের মাধ্যমে আপনি পেডিজ্রি তথ্য পুনরুদ্ধার করতে  পারেন।  
 নিজে যদি এই বিষয় নিয়ে  একটু পড়াশোনা করেন তাহলে আপনার কুকুরের চারিত্রিক এবং শারীরিক বৈশিষ্ট গুলো ভালো করে পর্যবেক্ষণ করলে সহজেই পোষ্য টি  কোন ব্রীডের অন্তর্ভুক্ত তা বুঝতে পারবেন।  




বৈশিষ্ট্যগুলিকে নিয়ে একটি তালিকা তৈরী করুন তাহলে অতি সহজে ব্রীড নির্ণয় করতে পারবেন।  এছাড়া পোষ্য র ওজন ও মেপে দেখতে পারেন।  
Chihuahuas and Shih Tzu এদের ওজন হবে (2.3–4.5 kg)।  এদেরকে TOY DOG বলা হয়। terriers বা  spaniels এর ওজন হবে (10–50 pounds (4.5–22.7 kg)।  আবার setters বা retrievers দের ক্ষেত্রে (50–100 pounds (23–45 kg)।  Saint Bernard, Mastiff দের ওজন ৪৫ কেজি মতো হয়।  

পাগস এবং বুলডগসের মতো কুকুরের গোলাকার খুলি এবং খুব সংক্ষিপ্ত স্নোলেট  থাকে, যেখানে কোলিস এবং গ্রেহাউন্ডস দীর্ঘ স্নোয়েট এবং সরু খুলি  রয়েছে। 
 মেসোসেফালিক কুকুরের মাথার খুলি রয়েছে যা আমাদের বেশিরভাগই ল্যাব্রাডর বা অস্ট্রেলিয়ান শেফার্ডের মতো। 

জার্মান শর্টহায়ার পয়েন্টার কুকুরগুলি পেটের দিকে লোমের রং সাদা হয়। এমন প্রজাতি রয়েছে যেগুলি একটি মার্লে প্যাটার্নে আসে যারা নীল মেরেল অস্ট্রেলিয়ান শেফার্ড বা শিটল্যান্ড শেপডোগের মতো সাদা মিশ্রিত কালো বা লাল রঙ মিশ্রিত হয়।

বর্তমানে অনেক APP আছে ,সেইগুলির  সাহায্য ও নিতে পারেন।  

এছাড়া আপনি যদি নতুন কোনো পদ্ধতি যুক্ত করতে চান ,তাহলে সেটি কমেন্ট বাক্স এ লিখুন।  

References : 




 আরো বিস্তারিত জানতে নিচের লিংকে যান 




Comments

Popular Posts