| আত্মজ -র কথা |





 " আত্মজ  "- র কিছু কথা : 

মাঝে মাঝে এমন একটা সময় আসে যখন মনে হয় , আমার কি করার কথা ছিল আর কি করছি ? জীবনটাকে আবার শালপাতা বা মাটির ভাঁড়ের মতো করে পেতে আছে করে।  

যে জিনিসগুলোকে নিয়ে ঝুঁকি নিতে ভয় পেয়েছিলাম , দেখি না সেগুলো নিয়ে এগোলে কি হয় ? আরে একটাই তো জীবন কালিদা ........

সেই ভাবনা থেকেই আবার বাংলা ভাষায় লেখা শুরু করা , মনের মধ্যে ঘুমিয়ে পড়া ম্যাগাজিনের ভাবনাটাকে আবার জাগিয়ে তোলা।

" আত্মজ " র আত্মপ্রকাশ এখন থেকে।  

আত্মজ একটি প্লাটফর্ম নতুনদের জন্য।   এখানে টাকার কোনো লেনদেন হয় না।  ভবিষ্যতে ই - ম্যাগাজিন করার পরিকল্পনা আছে।  লেখা অবসসই মৌলিক হতে হবে।  অপ্রকাশিত লেখা দিলে ভালো হয়।  লেখা যদি মৌলিক না হয় তাহলে সেই দায়িত্ব কতৃপক্ষের নয়। 

লেখা দেওয়ার কিছু নিয়ম : 


১।  প্রবন্ধ , নিবন্ধ , অনুগল্প , কবিতা দেওয়া যাবে।  

২।  কোনো শব্দসীমা নেই।  

৩।  লেখা মনোনয়ন হলে জানানো হবে।  

৪।  লেখা অন্য কোনো জায়গা থেকে কপি করে দেওয়া যাবে না।  

 ৫।  লেখার সাথে নাম - ঠিকানা ও ফোন নম্বর দিতে হবে।  

৬। একের বেশি লেখা পাঠালে তা বাতিল করা হবে।  

৭। সাবজেক্টে লিখবেন " আত্মজ এর প্রতি "। 

৮। সব সময়ে আপডেট থাকতে চোখ রাখুন আমাদের ব্লগ - এ 

https://aishwaryakarmakar19.blogspot.com

 ৯  | লেখার সময়ে বানান ও যতি চিহ্নের ভুল হলে সেই লেখা বাতিল করা হবে।  


 💝প্রতি মাসের ১৫  তারিখ লেখা জমা দেওয়ার শেষ তারিখ।  

 💝২২ তারিখ প্রতিমাসের সংখ্যা আত্মপ্রকাশ করবে।  

 লেখা পাঠানোর ঠিকানা :   20aishwarya18@gmail.com


Comments

Popular Posts