| ফেসবুক- সমাজবিপ্লবের অপর নাম | | বাংলা ব্লগ |
উনিশ শতকের কলকাতা। সবে এসেছে টিভি। ছাদে ছাদে আন্টেনা , পাল্টে দিচ্ছে আকাশের ফ্রেম। তখন পাড়ার যে বাড়িতে দূরদর্শন থাকতো সেই বাড়িতেই বিকেল হলেই লেগে যেত পড়শিদের ভিড়। তারপর কেটে গেছে অর্ধশতক। সমাজ মাধ্যম এসেছে হাতের মুঠোয়। এ এক নিঃশব্দ বিপ্লব - যার অনুরণন চলবে বহু যুগ ধরে।
যদি আপনি আড্ডাবাজ হন , তবে রকে বা পাড়ার চায়ের দোকানে যাওয়ার দরকার নেই এখন। আপনার স্মার্ট ফোনে ফেসবুক থাকলেই হবে। এই এমন এক মাধন যেখানে পথে না নেমে রাজনীতির ঝড় ঘরে বসেই তোলা যায়। হবু কবি বা লেখক হতে গেলে ও সম্পাদকের দফতরে লেখা পাঠানোর ঝুঁকি নিতে না -- আত্মপ্রকাশ করা যাবে ফেসবুকেই।
ফেসবুকের আর একটি দিক - নতুন " সামাজিক মাধ্যম " তৈরী করা। ফেসবুকে কোনো অচেনা মানুষের সাথে আপনি সহজেই চেনা হয়ে উঠতে পারেন। সেই অচেনা লোকটি অনেক সময়ে " বন্ধু " ও হয়ে যান। এইভাবেই অচেনা , চেনার চেনা , তার চেনা ---- এইভাবেই একটা বৃহৎ যোগাযোগ তৈরী হয়ে যায়।
যে কোনো প্রযুক্তির ভালো খারাপ -দুই দিক আছে। ফেইসবুক ও তার ব্যতিক্রম নয়। যেমন ধরুন , যারা গুণী কিন্তু প্রতিষ্ঠিত নন , বাণিজ্যিক , সামাজিক বা প্রাতিষ্ঠানিক ক্ষমতার অলিন্দ থেকে অনেক দূরে , তাদের লেখা সহজেই পৌঁছে যাচ্ছে পাঠকের কাছে। আবার এই ভয়াবহ পরিস্থিতে মানুষ যখন হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছে অক্সিজেন সিলিন্ডার , হোম ডেলিভারি ফুড তখন এই সব তথ্য তারা পাচ্ছেন ফেইসবুক থেকে।
সমাজমাধ্যম মানে যে শুধু " সমাজ " একটা নতুন " মাধ্যম " ব্যবহার করছে তা নয় , সামাজিক যোগাযোগের একটা মাধ্যম ও তৈরী করছে। সেই দিক দিয়ে এর ফল সুদূরপ্রসারী হতে পারে।
আপনি কি আমার সাথে একমত ?
লিখুন কমেন্ট বক্সে।
Comments
Post a Comment