| শেষ হয় না খোঁজা - গোবিন্দ মোদক | |
আজকাল একটা 'নুড়ি'র খোঁজে খুব আছি।
জানি সেটা খুঁজে পেলে 'অলৌকিক' কিছু ঘটবে না
কিংবা পৃথিবীর কোনো ক্ষতিবৃদ্ধিও হবে না,
তবু 'নুড়ি'টার খোঁজে ভীষণভাবেই আছি।
নুড়ি'টা কোনও হীরে-মানিক নয়। মহার্ঘ্যও নয়।
তবু তার খোঁজে কখনও চিৎ সাঁতার কাটি,
কখনও ডুব সাতারে পৌঁছে যাই তলদেশে।
অজস্র রঙিন নুড়ি চোখ ধাঁধায়,
দুধ-সাদা নুড়ি হাতছানি দেয়,
কিন্তু কাঙ্ক্ষিত নুড়ি মেলে না।
মেলে না বলেই আমি আরও আগ্রহী হই,
সে আগ্রহকে সঞ্জীবিত করি,
সঞ্চারিত করি তোমার মধ্যেও।
তারপর দু'জনেই চিৎ সাঁতার কাটি,
ডুব দিই দু'জনে হাত ধরাধরি করে,
চিৎ-উপুড় খেলায় দুজনেই ক্লান্ত হই ;
মনে হয় এসে পৌঁছেছি নুড়িটির খুব কাছেই,
কিন্তু নুড়ি মেলে না !
অতৃপ্তির আবছায়া ক্রমশঃ গ্রাস করে দু'জনকে।
কিন্তু নিশ্চিত খুঁজে পাওয়ার তাগিদ
আমাদেরকে পথভ্রষ্ট করতে পারে না এতটুকুও।
অতএব চিৎ-উপুড় খেলার প্রক্রিয়াটা চলতেই থাকে
Comments
Post a Comment