| অভিনয় - সিঞ্চন কুমার | | আত্মজ - june |

 শহরের বুকে ঘোলা জলের ঢেউ

হঠাৎ বিমুখ সভ্যতার খেয়া।

চৌচির চারিদিক,
বাস্তব ঠুনকো আঘাতে পন্ড।

শুধু বেঁচে আছে মানুষ।
অসময়ে, 
ব্যস্ততার মুখাপেক্ষী।

ভালো আছি,
ভালো থাকা অভিনয়ে।

আত্মজরা টিকে থাকবে সেভাবেই 
প্রতিবাদহীন,
প্রয়োজনহীন কালান্তরে।








শহরের বুকে ঘোলা জলের ঢেউ
ওরাও মেখে নেবে দুর্গন্ধ পাঁক।A

Comments

Popular Posts