| এ নাকি আমাদের দেশ:- অয়ন মল্লিক | | আত্মজ - june |


দেশকে আজ গ্রাস করেছে কিছু অজানা আতঙ্ক।
আতঙ্কই বটে,যেখানে বীজ  বপন করলে চারা গাছ গুলো মাথা তুলে দাঁড়ায়
সেখানে এক শ্রেণীর হিংস্র মানুষ তার মাংসপেশির বল প্রয়োগ করে সজোরে উপরে ফ্যালে সেই সবুজ শিশুগুলোকে।
তারা নিজের অজান্তেই হত্যা করে নিজেকে,নিজের পরিবারকে।
তারা আজ মোহগ্রস্ত,
তারা মোহগ্রস্ত নাম, ধন, যশ, খ্যাতির জন্য
কিন্তু হায়রে দেশবাসী তারা এটা বোঝেনা যে এগুলো তো ক্ষনিকের প্রাপ্তি
এই অমানুষিক অত্যাচারের ফল আজ এই মহামারী
লক্ষ লক্ষ মানুষ তাদের প্রাণ বিসর্জন দিচ্ছে সমাজের কিছু উঁচু শ্রেণীর নামানুষদের জন্য।
কতদিন আমরা পায়রা দেখিনা বলুনতো!
অবশ্য দেখবই বা কিকরে
তারা তো নিঃস্বার্থে তাদের জীবন বলি দিয়েছে
দেশে নতুন প্রযুক্তি এসেছে ঠিকই কিন্তু আমরা হারিয়েছি ভোরের পাখির কলরব,সন্ধে হলে আকাশ জুড়ে উড়ে যাওয়া পাখিদের দল।
আমরা আজ এমন সময়ে এসে উপস্থিত হয়েছি যে অক্সিজেনকে আমাদের পয়সার বিনিময়ে কিনতে হচ্ছে।যেখানে গাছ আমাদের সেটা  বিনামূল্যে,কোনো স্বার্থ ছাড়া অনর্গল দিয়ে আসছে।
চলুননা আমরা সবাই মিলে সেই পুরোনো দিনগুলোকে ফিরিয়ে আনি।
হাতে হাত রেখে বৃক্ষ রোপন করি।
আমরা যদি সবাই মিলে এগিয়ে আসি তবেই তো তৈরি হবে "আমাদের দেশ"।আমরা গর্ব করে বলতে পারবো আমার দেশ ভারতবর্ষ, আমি গর্বিত আমি ভারতবাসী ....



 






Comments

Popular Posts