| চক্ষুদান - সবুজ জানা | | আত্মজ - june |

 কে মানুষ আর কে মানুষের মত নীল শৃগাল

চিনেছি এতদিনে! ঠিক চিনেছি হুক্কা হুয়ায়.....
সে আমার জলে পড়ার খবর পেয়ে
পুকুরের পাড় পর্যন্ত ছুটে এসেছিল
আমার সলিল সমাধি দেখবে বলে!
কিন্তু ঈশ্বর! বরাবরের মত এবারও.....বন্ধু আমার!

অকপট বলছি বিপদ
তুমি না এলে বন্ধু চিনতে আমার বরাবরই ভুল হত
হ্যাঁ গো বিপদ....তুমি আমার চক্ষুদান করেছ।





Comments

Popular Posts