Skip to main content
| আনন্দের প্রকৃতি - মানস সামন্ত | | আত্মজ - june |
দারুন অগ্নিবানের খিলায়
প্রকৃতি মেতেছে লীলায়।
দুনিয়া মোর স্বস্তি পায়
প্রকৃতি খোলা হাওয়ায়।
আষাঢ়ে আসে ধারা
চলে বৃষ্টি অধরা।
শান-শান বইছে বাতাস
গর্জনে দানব আকাশ।
আশ্বিনের শারদ প্রভাতে
সাজে সবে দেবীবন্দনাতে।
সবারে পরিছে রঙিন
চলে দিনে দিন।।
Comments
Post a Comment