| সবুজ আর কাশ -- প্রবীর রঞ্জন মণ্ডল | | আত্মজ - june |
কেমন এক মজার মধ্যে দিন কাটছে আজ
গভীর রাতের স্বপ্ন বুড়ি ছুঁয়ে গেছে
ভোরে কাকের ডাকের প্রথম বার্তায়
চিঠি চালাচালি করে গেছে রাতের কুয়াশা।
টুপিয়ে নামছে সবুজ বেয়ে
আলাদিনের আশ্চর্য প্রদীপের চ্ছটা
মেঘ বৃষ্টি ভোর আজ আকাশ হতে উদাও।
এক এক দিন শুরুর প্রাত্যহিকী
বাতাসে বাজছে আবাহনের গান!
টান টান এক উত্তেজনা চারিদিকে
সবুজ আর পেঁজে মেঘ কাশের বনে
দোদুল দোলায় খাবি খাচ্ছে
আর স্বপ্ন দেখাচ্ছে এক নতুন স্পর্শের
অনঙ্গ সুন্দর দিনের অপেক্ষায়।
Comments
Post a Comment