| "ভাত ঘ্রাণ" -- কার্ত্তিক মণ্ডল | | আত্মজ - june |
খোলা মাঠটার দিকে যখন তাকাই ,
বুকটা কাঁপে-----
ঠিক যেন বৃষ্টি ঝরা শ্রাবন মেঘের মত
আকাশটা যেন উড়ন সন্ন্যাসী
বাতাসের গতির সঙ্গে হারাতে চায় মন ।
পাহাড় চূড়া পেরিয়ে সমতল বেয়ে নদীর মোহানায়
বসন্তের কোল ঘেঁসে
ঐ দিগন্ত ছোঁয়া মরীচিকার দেশে ।
নিঃশব্দে------
প্রচন্ড দাবদাহে জ্বলা উদর কুন্ডে জল ঢালি
নাকে ভাত ঘ্রাণ নিয়ে ।
সুন্দর উপলব্ধি
ReplyDelete