| বিশ্বাস বেঁচে আছে - প্রদীপ কুমার সামন্ত | | আত্মজ - june |

 গোলা- বারুদের গন্ধের মাঝে

এখনও যেমন নিঃশ্বাস বেঁচে আছে
তেমনি বিশ্বাসও বেঁচে আছে
            শাশ্বত চির রূপটি নিয়ে  ।

চলছে কত ছল -চাতুরীর খেলা
খুন , ধর্ষণ, ছিনতাই রাহাজানি
রক্তাক্ত রাজপথে ভাসে হিংসার দাবানল
স্নেহ - মায়া - মমতা , ভালবাসা প্রেম হয়
           আজ পাষানপুরীতে বন্দি ।
শয়তানির হাতছানিতে কেঁপে ওঠে
                 ভালবাসার এই ঘর
প্রেমের রাজপ্রাসাদে চিড় ধরে
                মনে হয় তাসের ঘর ।

তবুও শান্ত স্নিগ্ধ সুশীতল সবুজ গাঁয়ে
সান্ধ্য দীপে মুখরিত হয় তুলসীমঞ্চ
বেজে ওঠে শংখ , কাঁসর মঙ্গলধ্বনি ;
ধূপ-ধুনোর গন্ধে ভাসে পবিত্রতার সুর
সেই সুরে জানান দেয়--
        আজও বিশ্বাস বেঁচে আছে ,
মানবতা ও সাম্যবাদের গানে
         একতার বীজমন্ত্র ছড়িয়ে দেয়  ।






Comments

Popular Posts