| প্রেমের রঙ -- পুরুষোত্তম ভট্টাচার্য | | আত্মজ - june |

 শুধু দেহের সাথেই হোলি,

ওরে সাথী খেলে গেলি,

মনের সাথে রঙের খেলা,

কখন খেলবি আত্মভোলা

 মন প্রেম-রঙ পিয়াসি

হয়ে উদাসিআছে বসে একলা,

আয় না সাথী  ফাগুনে,

রাঙা  মন প্রেম-আগুনে।

 

যত খুশি, যতই না রঙ,

লাগিয়ে যাও এ দেহেতে,

মুছে যাবে সে রঙ জেনো,

সাবান আর জলের ঘষাতে!

তাই বলি আয় রে সাথী,

প্রেম-রঙ লাগা এ মনের ভেতরে,

দুনিয়ার কোন সাবান জল,

সে রঙ পারবে না মেটাতে।

 

ভালোবাসা অমূল্য ধন,

অনেক ভাগ্যে তা পাওয়া যায়,

মনের মানুষ মনেই থাকে,

সে কি কখনো গো হারায়?

তাই প্রেম-রঙে রাঙিয়ে যাক,

এ ফাগুনে সব মন,

মিটুক হিংসা হানাহানি,

মিটুক জাত পাতেরি বন্ধন।




Comments

Popular Posts