| জল পরে ওই - অঞ্জলি দে নন্দী | | আত্মজ - june |
মম জল পড়ে ওই।
ঝম ঝম ঝম..........
থামছে না একদম।
পুকুর ঘাটে, জল থৈ থৈ থৈ.....
বর্ষার ঝরে পড়া বৃষ্টি,
ধরায় সবুজ করে সৃষ্টি।
ছিপ ফেলে আমি ধরি
জ্যান্ত জ্যান্ত জ্যান্ত কত কত কত কৈ।
বৃষ্টিতে ভিজতে ভালোবাসি।
তাই তো এ সময় মাছ ধরতে আসি।
যেই না বাজ পড়ে
ওমনি চোখ বুজে রই।
আমার সঙ্গে দাদুও মাছ ধরে।
তবে সে রেনকোট পড়ে।
দাদু তেলাপিয়া ধরে।
মা ও ঠাকুমা পরে
আমাদের রান্নাঘরে
আমাদের ধরা যত মাছ রান্না করে।
গরম গরম গরম তা আমরা খাই
দাদু আর আমি আপন আপন ডান-করে।
আহা এ মাছের স্বাদের তুলনা নাই।
বড় তৃপ্তি পাই।
Comments
Post a Comment