| কাল্পনিক - দীপঙ্কর সরকার | | আত্মজ - june |
কিছু বা বন্ধুত্ব হল পাতার সঙ্গে অচিন পাখি ডাকল
মধুর স্বরে , ভ্রমর গুন গুন করে উড়ে গেল প্রজাপতি
ডানা মেলল আকাশে , মেঘেরা অদৃশ্য আজ , রোদের
ঝিলিক পত্র মর্মরে ।
সোহাগী নদী উছলে উঠল , এপাড়ের লোক ওপাড়ে
যেতে যেতে দেখল এক ঝলক হাওয়ার দাপট , বিস্রস্ত
চুল আলগোছে ঠিক করার অছিলায় নওল যুবতী এক
অপাঙ্গে মেপে নিল আমার জৌলুস ।
এ সবের সাক্ষী শুধু প্রাচীন বট মুচকি হেসে ফিরিয়ে
নিল ঠোঁট , নদী তট বরাবর ছায়ার বিস্তরণ দেখে
ঝিমোয় রাখাল বালক , গাভী গুলো ঘাস খায় ইতস্তত
দৌড়াদৌড়ি করে জলফড়িঙ একঝাঁক
Comments
Post a Comment