| এক আকাশ কবিত| - পিঙ্কি ঘোষ | | আত্মজ - june |

 

অবসরের অবকাশে নয়-                                                                 

 জড়িয়ে রেখো নিঃশ্বাসে,   


  জুঁঁই ফুলের গন্ধের মতো


রাত জাগানো উপন্যাসের       


কাল্পনিক ভালোবাসা হয়ে

হবো তোমার রাত্রি সঙ্গিনী ।

ইচ্ছেদের স্বেচ্ছা মৃত্যুর

নিয়মকে ভাঙবো আমরা....

সাঁতার দিয়ে তোমার মনের 

সুপ্তি ঝিনুকের মুক্ত খুঁঁজবো,

পরিযায়ী আর যাযাবর প্রেমকে

কারাবাসে বন্দী করবো।

স্বপ্নের বিবর্তিত রূপের নাম

হবে বাস্তব।

আর ,আমাদের জন্য থাকবে

মাথার ওপর এক আকাশ কবিতা॥     
 






Comments

Popular Posts