| একা লাগে - নাসিমা রহমান || আত্মজ - june |
মাঝে মাঝে নিজেকে বড্ড একা লাগে
শীতের অবেলায় কুয়াশার মতো কান্না ভাসে
বাতাসে কান পেতে তার শব্দ শুনি আমি
দেখি কুয়াশা জমাট বেঁধে ধোঁয়াশায় পরিণত হতে ।
তখন মনে হয় এ যেন গভীর রাতে
অন্ধকারের মধ্যে দিয়ে, রক্ত ঘাসের ওপর দিয়ে ;
নীলিমার মতো নিস্তব্ধতার ভিতর দিয়ে
একাকী বাড়ি ফেরার পালা, কিন্তু
হারিয়ে যায় স্মৃতির ভিড়ে চেনা রাস্তাতেই ।
খুঁজে পাইনা কোনো কিছুই,
মনে পড়ে সঙ্গে নিজের ছায়াটাও নেই
আর তুমি ! তুমি তো সেই কবেই হারিয়েছো !
হঠাৎ বিদ্যুতের ঝলকে পেয়েছিলাম তোমার দেখা
মায়ার কাননের মতো সাজিয়েছিলে আমার জীবন ;
কথা দিয়েছিলে সব অন্ধকার কাটিয়ে -
তুমি আনবে এক রোদেলা সকালবেলা,
মেঘের ওপর ভেসে আমরা পাড়ি দেব সাতসমুদ্র !
কিন্তু মেঘ ঝরতেই বৃষ্টির সাথে কোথায় যেন ঝরে গেলে তুমি ;
তাই আজও খুব একা লাগে ! বড্ড একা লাগে নিজেকে ।
Super 👍
ReplyDelete