| অতৃপ্তি -- শান্তনু গুড়িয়া | | আত্মজ - june |
ফুরিয়ে আসছে দিন
ফুরিয়ে আসছে অবাক ভ্রমণ, হই-হুল্লোড়
উদ্দেশ্যবিহীন
এখনও আমি পাইনি ভ্যাকসিন
আত্মার আত্মীয়রা একে একে যাচ্ছে ছেড়ে
সাধারণ শাঁখা-পলার মতোই পলকা জীবন
কাজের ফাঁকে ফাঁকে তবু পানকৌড়ি মন
ডুব দিতে চায় স্মৃতির পুকুরে
তুলে আনে জল থেকে ডুবে যাওয়া ভাস্কর্য
অসম্ভব কারুকার্য স্বপ্নের মতন
ফুরিয়েছে অ্যাডিক্টেড যৌবন ক্ষণিক সুখে
আর বুকের ভেতর অতৃপ্ত আগুনে পুড়ে ছারখার
সুড়সুড়ির সিন্থেসাইজার
Comments
Post a Comment