Skip to main content
| অবশিষ্ট কত কথা --- তীর্থঙ্কর সুমিত || আত্মজ - june |
অবশিষ্ট কত কথা
চাদরের মত জড়িয়ে আছে
নদীর এপাড় থেকে ওপাড় বিস্তর ব্যবধান
না এর ঘরে হ্যাঁ কথারা দাঁড়িয়ে
ক্ষণিকে ক্ষণিকে মিশে যায়
অবলুপ্তির প্রান্তরেখা
তাইতো আজও পথে মিছিল
কৃষ্ণচূড়া গাছে পাখি বসে
নদী মেশে সাগরে
আমি দাঁড়িয়ে থাকি
গোধূলির রঙ গায়ে মাখবো বলে।
Comments
Post a Comment