| সেতু - রত্নদীপ চক্রবর্তী | | আত্মজ - june |

 আলোক ঘেরা বাইপাসের শূন্য পিচঢালা রাস্তায়,




রোজকার একাকী সময় বয়ে চলে যায়..?



যারা রুজি-রুটির টানে ও পথ চলে...



কখনো অর্থ অথবা কখনো নিরর্থ হাতে ফেরে..!!



রাতের স্ট্রিটলাইট গুলির মায়াবী নিয়নের হাতছানি --



সাঁ সাঁ করে পাস করা বাইকারের ধমকানি।



ফাঁকা পথের বাঁকে বাঁকে মানুষের তেমন গন্ধ নাই,



কংক্রিটের এবড়ো-খেবড়ো পথের তবু বিরাম কই..?



প্রায়ই জরুরীকালীন গাড়িগুলি যাতয়াত করে এ পথেই ---



তখন, ঘুমিয়ে থাকে গোটা শহর ; কিন্তু ওদের ঘুমানোর ফুরসৎ নাই।



রাত্রি ঠিক সাড়ে আটটায় একটা সাইকেল আরোহী পাস করে,




সাইকেলটা বহু কষ্টে প্যাডলিং করে সেতুতে ওঠে..


ব্রিজে ওঠাটা যত কষ্টকর--


নামাটা ঠিক ততই আনন্দের।

একদম সাইকেল যারা চালায় কেবল তারাই বুঝবে,

হঠাৎ কঠিনের ফাঁস থেকে ফেরার মজলিশি সড়কে।

সেতুর পাশের ফুটপাতগুলি নিঃশব্দের নিঃসঙ্গ প্রহর গোনে..।








Comments

Popular Posts