| লিমেরিকের রাজা ও শিশুতোষ সাহিত্যিক, চিত্রকর লিয়ার - রিনি দাস || আত্মজ - July |

 পাঁচ লাইনে শব্দের নিপূন প্রয়োগে,ছন্দের দোলায় যে পদ্য ছেলে-বুড়ো সব্বাইকে দুলিয়ে দেয়,সেই লিমেরিকের যাদুকরের নাম এডোয়ার্ড লিয়ার(১৮১২-১৮৮৮) ইংরাজীতে লিখলেও, বাংলায় তাঁকে জনপ্রিয় করে তোলে সত্যজিৎ রায়ের আমলের 'সন্দেশ' পত্রিকা(তোড়ায় বাঁধা ঘোড়ার ডিম)৷ শুধু ননসেন্স ভার্সই নয়,গান-বাজনা আর চিত্রাঙ্কনেও ছিল তাঁর পারদর্শিতা ৷


বিলেতে চিড়িয়াখানার পাখির ছবি আঁকা দিয়ে তাঁর জীবন শুরু ৷ ঘুরে বেড়িয়েছেন প্রায় সারা বিশ্ব ৷ এঁকেছেন নিসর্গের ছবি,লিখেছেন ডায়রি ৷


ঘুরতে ঘুরতে তৎকালীন ভাইসরয় লর্ড নর্থব্রুকের অতিথি হয়ে ১৮৭৩-৭৪ সালে ভারতে এসে প্রায় ১৪ মাস কাটান৷ বোম্বাই, পুণা, দিল্লী, আগ্রা,লক্ষ্ণৌ এমনকি দক্ষিণ ভারত ও কেরালাতেও যান৷ গোরুর গাড়িতে করে গ্রামেও যান৷ তাঁর লিমেরিকে ধোবি, নিমকের মতো হিন্দুস্থানী শব্দ ব্যবহার করেছেন৷ বাংলায় এসে কোলকাতা,চন্দননগর,টালিগঞ্জে বেশ কয়েকমাস কাটিয়ে যান৷


মজা করে কোলকাতার নাম দেন হাসলফাসাবাদ (Husslefussabad)৷ সম্ভবত: হট্টগোলের জন্যই এই নাম৷ তবে তাঁর ভালো লেগেছিল তখনকার গ্রাম টালিগঞ্জ৷ সেখানকার কোনো এক স্থানের নাম দেন মস্কোপোলিস৷ সেখানে কয়েকটি পাখির ছবিও এঁকেছিলেন৷ এই সময়েই লেখেন, বিখ্যাত ওল্ড ম্যান অফ ক্যালকাটা লিমেরিকটি ৷


তাঁর কোলকাতা বাসের সময় আঁকা,তৎকালীন টালিগঞ্জের দুটি নিসর্গচিত্র এই কয়েকবছর আগে লন্ডনে ক্রিস্টি'র নিলামে বিক্রী হয়েছে ৷ শোনা যায় কুইন ভিক্টোরিয়াকে তিনি ছবি আঁকা শেখাতেন৷ জন্মদিনে লিমেরিকের রাজা ও শিশুতোষ সাহিত্যিক, চিত্রকর লিয়ারকে সম্ভ্রমে স্মরণ করি ৷




Comments

Popular Posts