সারারাত কেটে যায় এইসব ভেবে।। পর্ব ১২।
বাঙালি থেকে Bong হওয়ার যাত্রায় ঠিক হারিয়েছি কী কী?
১ ) প্রথমত ,ভাষা । “তুমি বাংলা জানো? লিখতে পারো? পড়তেও?” কলেজে প্রচুর শুনেছি এসব প্রশ্ন। কনভেন্ট এডুকেটেড সব “বাঙালি” বন্ধুরা আমাকে রীতিমত চিড়িয়াখানার বাঘের মতই ট্রীট করত যখন তাঁরা শুনত আমি বাংলা জানি। সে যতই শেক্সপীয়ার গুলে খাইনা কেন, বাঙালি হয়ে যদি সত্যজিৎ রায়কেই না বুঝলাম তাহলে আর করলাম কী! কিন্তু দুর্ভাগ্য... বাংলা না জানাটাই এখন সবচেয়ে বড় কেতা। সেই বিশুদ্ধ বাংলা বচনের দিন আর মনে হয় কলকাতায় দেখতে পাব না...
২ ) ব্যোমকেশ বাবুর ধুতি শুধু সিনেমার স্ক্রীনেই দেখা যায় এখন। আর বিয়েতে যা সবাই পড়ে তাতেও হাজার রকম প্রী-স্টিচড্ প্যাঁচ থাকে। Disappointing!
৩ )বইমেলা আজও আছে, কিন্তু মিলন মেলায় ময়দানের এসেন্সটা আর পাইনা... ছোটবেলায় বাবা - মায়ের হাত ধরে বইমেলা থেকে প্রিয় লেখকের বই কিনে যখন ভিক্টোরিয়া ঘুরতে যেতাম... দারুন লাগত।
৪ ) গুজরাতি, মারাঠী, নর্থ-ইন্ডিয়ান সবারই নিজস্ব শাড়ির স্টাইল আছে। আর আমাদের? হ্যাঁ ছিল তো...
আটপৌরে! কিন্তু বাড়িতে তো এখন ঠাকুমাও আর আটপৌরে শাড়ি পড়েন না। ( তবে হিন্দি সিরিয়াল বা সিনেমাতে এখন বাঙালি চরিত্ররা পড়েন )।
photo : Google
Comments
Post a Comment