সারারাত কেটে যায় এই সব ভেবে - পর্ব ১৪

 ২৬ বছর বয়সে এসে বেশ কিছু  realization : 



1 ) প্রতিটা মানুষ , প্রতিটা জিনিস , প্রতিটা সম্পর্ক   temporary . even you are temporary to yourself .

2 ) life is not always fair .তুমি যাই চাইছো , সেটাই জীবন তোমাকে সবসময় দেবে না।  তুমি যা deserve করো , জীবন বা সময় তোমাকে দেবে। 

3 )Family matters more than friends . yes , you may make some good friends but practically none of them will take risk for you .

4 ) লোকে কি কি ভাবছে সেটা তোমার ভাবার দরকার নেই। আমরা প্রত্যেকেই ছোটবেলা তে লোকেরা কি ভাববে  -- এই বিষয়টা নিয়ে অনেক চিন্তা করি। কিন্তু যত আমরা বড়ো  হই ওগুলো আর মাথায় আসে না।  সবসময় ইটা মনে রাখা দরকার everyone's life is jacked up .

5 )HS  বা মাধ্যমিকের রেজাল্ট বড়ো হলে কোনো কাজেই আসে না। BUT you should know how to earn . 

6 ) fear of criticism or embarrassment stopped you from from being who you really are . 

Comments

Popular Posts