সরাইকেল্লার ছৌ নাচ ( পর্ব ১ )
সরাইকেল্লার ছৌ নাচ ( পর্ব ১ )
সারা বিশ্বের কাছে সরাইকেল্লা ছৌ নাচের জন্য বিখ্যাত। বহু শতাব্দী ধরে এখানকার মানুষেরা এই নান্দনিক শিল্পের ফরমটি লালন - পালন ও সংরক্ষণ করেছে। ময়ূরভঞ্জেও এই ছৌ নৃত্য দেখা যায়। উড়িষ্যা, পুরুলিয়া, পশ্চিমবঙ্গে - যে ছৌ নৃত্য হয় তাদের সাথে সরাইকেল্লার ছৌ নৃত্যের একটি সাধারণ বৈশিষ্ট আছে।
তবে সরাইকেল্লার ছৌ নৃত্য অন্যান্য জায়গার থেকে বেশি কাব্যিক। যেখানে ময়ূরভঞ্জের নৃত্য মাটির আবার পুরুলিয়ার নৃত্য শক্তিশালী আর প্রাণবন্ত।
সরাইকেল্লা সিংভূম জেলার কেন্দ্রস্থলে অবস্থিত, যা পূর্বে ওড়িশা এবং এখন বিহারের অন্তর্গত । ঘূর্ণায়মান সারন্দা ও বাংরিপোসি পাহাড়ের অন্তর্গত এই জায়গা বহু শতাব্দী ধরে তার নিজস্ব অদ্ভুত ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্য বজায় রেখেছে। প্রতি বছর চৈত্র মাসে এখানে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় যা " চৈত্র পরব " নামে পরিচিত। দেশের বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষ আসেন এই অনুষ্ঠানের সাক্ষী হতে। একটানা চার পাঁচদিন ধরে এই অনুষ্ঠান চলে। অনুষ্ঠানের বিষের আকর্ষণ থাকে ছৌ নৃত্য।
চলবে .........................................।
গ্রন্থ ঋণ : The seraikella chhau dance by Mohan Khokar .
গ্রন্থ ঋণ : The seraikella chhau dance by Mohan Khokar .
Comments
Post a Comment