| ঘনাদার জগতে | |ঘনাদার জীবনী, ননফিকশন, প্রসেনজিৎ দাশগুপ্ত |


 ঘনাদাকে কেউ বলে গুলবাজ, কারও মতে তিনি ‘টল স্টোরিজ’ বলায় সিদ্ধহস্ত। এইরকম নিন্দুকদের কথায় কান না দিয়ে, ঘনাদা যে রক্তমাংসের বাস্তব চরিত্র সে-কথা মেনে নিয়ে, তাঁর জীবন ও কর্মকাণ্ডের সন্ধান করা হয়েছে এই বইতে। 

ঘনাদা মানে ঘনশ্যাম - কলকাতার সেই ৭২ নম্বর বনমালী নস্কর লেনের বাসিন্দা , যিনি মেসবাড়িতে থাকেন - তাঁর জীবনের  সেইরকম কোনো তথ্য পাওয়া যায় না।  যা খবর মিলেছে তাই দিয়েই লেখক প্রসেনজিৎ দাসগুপ্ত এই বই লিখেছেন।  

২২ টি অধ্যায় -- প্রতিটির নামইছোট কিন্তু অভিনব -- তিনি , জুন , বিদ্যা , ভাষা , বন্ধু , শত্রু , ভেক , মার্ , মেস , গুল , কাব্য , খানা - এইরকম আরো।  বই খুলতেই ভিতর থেকে বেরিয়ে পর্বে ঘনাদা বুকমার্ক ও কার্ড। 

BUY


Comments

Popular Posts