| ডেলিভারী বয় - শ্রাবণী ভৌমিক | | আত্মজ - june |



পরনে লাল জামা কিংবা হলুদ,

গাঁয়ে লেখা অ্যমাজন,জমেটো কিংবা ফ্লিপকার্ট,
করছে কাজ, ওরা নয়তো আখাট বখাট।
ওরা ঘূর্ণির মতো ঘুরছে,
এপ্রান্ত হতে ওপ্রান্ত ছুটছে,
চাঁদি ফাটা রোঁদে পুরছে।
কাস্টমার খুশি হলে ওরাও খুশি,
ম্যাডাম ফিডব্যাক্ দেবেন বলেই মুচকি হাসি।
ওসময়ে পৌঁছে গেছে বাড়ি বাড়ি,
করোনা করেছে আরি।
হ্যাঁ ওরা ডেলিভারী বয়,
সমস্ত কিছু কে করেছে ওরা জয়। 








Comments

Popular Posts