| উচিৎ ছিল - শুভেন্দু দাস | | আত্মজ - june |

 একদল মানুষ,

বাবার বুকে লাথ মেরে 
      জমি দখলের হুমকি দিয়ে গেছে ।
অন্যদিকে,
প্রচণ্ড অনাহারে মৃতপ্রায়
         বছর তিনের ছোট্ট বোনটি।
এসবের যন্ত্রণাই, গোপনভাবে হলেও
কনেসাজে প্রেমিকার নয়নে
         আমার নয়ন অনুপস্থিত ছিল।
হুম, প্রতিশোধের সমাধানে নই
বরং, নিজেকে বদলে ফেলার জন্য !
উচিৎ ছিল" অতীতের ব্যর্থতা ।
ভেবেই ; থমকে থাকিনা
কেবল, সফলতার গায়ে ক্ষতের দাগ গুনি।










Comments

Post a Comment

Popular Posts